আজ বৃহস্পতিবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সর্বনিম্ন তিন লাখ পাঁচ হাজার টাকার বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
আগামী ১৭ জানুয়ারি থেকে হাবের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে। আর এ রেজিস্ট্রেশনের শেষ সময় ৩০ মে। আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাবের নেতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৩০ জুনের মধ্যে সর্বনিম্ন তিন লাখ পাঁচ হাজার টাকা পরিশোধ করে ‘হজ আইডি’ সংগ্রহ করতে হবে। এবার ‘মুয়াল্লেম ফি’ ধরা হয়েছে ২৩ হাজার টাকা। এবারও বাধ্যতামূলক করা হয়েছে ক্যাটারিং সার্ভিস।
অনলাইনে রেজিস্ট্রেশনের জটিলতায় গত বছর অনেক মানুষ হজে যেতে পারেনি। আর এ কারণে সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়কে দায়ী করেন হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ।
তিনি বলেন, ‘গত বছর একটা কৃত্রিম সমস্যা সৃষ্টি করে আমাদের হয়রানি করা হয়েছে। এতে হাজি সাহেবরা হয়রানির শিকার হয়েছেন। এটা আমাদের কোনো সমস্যা না। আইটির মাধ্যমে এ সমস্যা সৃষ্টি করা হয়। আর আইটি তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এটা নিয়ন্ত্রণ করে সরকার। এখানে হাবের কিছু করার নাই।’
বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম কমলেও বিমানভাড়া না কমিয়ে ছয় হাজার টাকা বাড়ানো, থার্ড ক্যারিয়ার না থাকা আর হজের সময় টিকেটের সংকট তৈরির জন্য বিমানকে দায়ী করেছে হাব।
চলতি বছর এক লাখ ১৪ হাজার হজযাত্রীর মধ্যে বেসরকারিভাবে হজে যেতে পারবেন এক লাখ আট হাজার ৮৬৮ জন।