হাসপাতালের বিছানায় সঙ্কটাপন্ন অবস্থায় দিনানিপাত করছেন অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। ভারতে চিকিৎসাধীন থাকা এই অভিনেত্রীর শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না দেখে সপ্তাহ খানেক আগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শুক্রবার পর্যন্ত তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
দিতির শারীরিক অবস্থা জানিয়ে তার ছেলে শাফায়াত চৌধুরী দীপ্ত বলেন, ‘মা এখনো একই অবস্থায় ইউনাইটেড হাসপাতালে রয়েছেন। তার অবস্থা কেমন আপনারা অনুমান করে নেন। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। আমার বোন লামিয়াসহ আমরা প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছি। সবার কাছে আমরা দোয়াপ্রার্থী।’
ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। সেখানেই মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত দিতির চিকিৎসা চলছিল গত ২৫ জুলাই থেকে। দিতির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাকে এখন থেকে হাসপাতালেই রাখা হবে, চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন সব সময়। এ দিকে দিতি বাংলাদেশে ফেরার পর থেকেই হাসপাতালটিতে তার দীর্ঘ দিনের সহ-অভিনেতা, অভিনেত্রীরা দেখতে আসছেন তাকে। সবাই দোয়া করছেন এবং দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন।
দিতির অবস্থা নিয়ে তার সহকর্মী পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘তার শারীরিক অবস্থা আগের মতোই।’ তিনি আরো বলেন, ‘প্রথমে তার টিউমার ধরা পড়ে। স্বাভাবিকভাবে সেটাই ক্যান্সারে রূপ নেয়। যে কারণে সতর্কতামূলক কেমোথেরাপি দেয়া হচ্ছিল। কিন্তু তাতে অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং এর প্রতিক্রিয়ায় পারকিনসন্স রোগ দেখা দিয়েছে।’
ভারত থেকে দিতিকে নিয়ে আসতে অনেক যন্ত্রণা পোহাতে হয়েছে উল্লেখ করে গুলজার বলেন, ‘প্রথমে তাদের কোনোমতেই আসার অনুমতি দিচ্ছিল না হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিকে তাদের ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছিল। হঠাৎ করেই কর্তৃপক্ষ তাদের অনুমতি দেয়। এবং টিকিট পাওয়ার সাথে সাথেই তারা দেশের পথে উড়াল দেন।’