বলিউড স্টার আমির খান তার বহুল আলোচিত ছবি ‘পিকে’র প্রচারে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সহযোগিতা নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের নেতা সুব্রামানিয়াম স্বামী। আমির খানকে ঘিরে তার এ মন্তব্য আরেক হিন্দু নেতা রাম মহাদেবের মন্তব্যেরই ধারাবাহিকতা বলেই উল্লেখ করা যায়।
আজ শনিবার বার্তা সংস্থা এএনআইকে স্বামী বলেন, ‘আমি তার মন্তব্যকে (অসহিষ্ণুতা নিয়ে) গুরুত্ব দিচ্ছি না। আমি এটা জানি যে, তিনি তার ছবি পিকে’র প্রচারণার জন্য আইএসআইয়ের সাহায্য নিয়েছিলেন। তিনি কিন্তু এখনো এ ব্যাপারে স্পষ্ট কিছু বলছেন না।’
‘ইনক্রেডিবল ইনডিয়ার একজন অ্যামবাসাডর হওয়া সত্ত্বেও তিনি বলেছেন যে, তার স্ত্রী ভারতে নিরাপদ বোধ করছেন না। এটা ঠিক নয়। তিনি যদি নিরাপদ বোধ না করেন, তাহলে তার এখান থেকে চলে যাওয়া উচিত’, বলেন স্বামী।
বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব এর আগে মন্তব্য করেছিলেন যে, তার (আমির) একজন অটোরিকশাচালককে দেশপ্রেম সেখানোর পাশাপাশি স্ত্রীকেও দেশপ্রেম সেখানো উচিত ছিল।
দিল্লির একটি কলেজে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘কিভাবে দেশের সম্মান রক্ষা করা যায়- এটা শুধু একজন অটোরিকশাওয়ালাকেই শেখানে হবে না, নিজের স্ত্রীকেও শেখাতে হবে।’
গত বছরের নভেম্বরে মি. পারফেকশনিস্ট ভারতে অসহিষ্ণুতার বিরুদ্ধে কথা বলে নিজেই ব্যাপক অসহিষ্ণুতার শিকার হচ্ছেন। সমাজে একধরনের ‘নিরাপত্তার অভাব’ ও ‘ভয়’ বিরাজ করছে বলে মন্তব্য করেছিলেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। তিনি বলেছিলেন, ‘আমি যখন ঘরে ফিরি তখন কিরন (আমিরের স্ত্রী) আমাকে বলে, চল আমরা ভারতের বাইরে কোথাও চলে যাই।’