রবিবার (১৭ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমার ময়দানে নামাজ আদায় ও আখেরি মোনাজাতে অংশ নিতে উপস্থিত হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেতা শাকিব খান ও মিশা সওদাগর। তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ। প্রত্যেক মুসলমানের অন্তরে সৃষ্টিকর্তা বাস করে। কর্মগুনে মানুষ যত বড়ই হোক না কেন সৃষ্টিকর্তার কাছে সবাই সমান। তাঁর কাছে তারকা বা সাধারণ মানুষের জন্য আলাদা কোন স্থান নেই। প্রত্যেক মানুষই তাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।
এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, `চলচ্চিত্রে কাজ করি বলে অনেকে আমাদের নিয়ে নেতিবাচক কিছু ভাবে। কিন্তু সকলের বোঝা উচিত আমরা পর্দায় যেকোনোভাবে হাজির হলেও আমাদের বাস্তব জীবন আর পাঁচটা মানুষের মতো সাদাসিধে। আমরাও ধর্মভিরু। প্রত্যেকে স্ব স্ব ধর্মকে সম্মান ও শ্রদ্ধা করি। তাছাড়া এটা আমাদের পেশা।` মিশা আরো বলেন, `অনেক ব্যস্ততার মাঝেও এবারের ইজতেমায় হাজির হতে পেরে অনেক ভালো লাগছে। সবার কাছে দোয়া চাই আগামীতেও যেনো এভাবে বিশ্বের দ্বিতীয় হজখ্যাত ইজতেমায় উপস্থিত থাকতে পারি।