বহিরাগত প্রভাবশালীদের দখলে থাকা বিলুপ্ত ছিটমহলের অভ্যান্তরের আবাদী জমিগুলো উদ্ধার করে প্রকৃত ছিটমহলবাসীদের মাঝে সমপরিমাণে বণ্টন করার দাবি উঠেছে। এ জন্য নীলফামারীর ডিমলা উপজেলায় থাকা চারটি সাবেক ছিটমহলবাসী মানববন্ধন করেছে।
শনিবার সকাল ১১ টায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ২৮ নম্বর সাবেক ছিটমহল বড়খানকীবাড়ি গীতালদহে। দাবী পূরণে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করে।
মানববন্ধন চলাকালীন বক্তারা ওই দাবির পাশাপাশি মানুষের মৌলিক অধিকার গুলো দ্রুত বান্তবায়ন চেয়েছে। এ সময় বক্তব্য রাখেন নগর জিগাবাড়ি ছিটমহলের রফিকুল ইসলাম, বড়খানকীবাড়ী খারিজা গীতালদহ ছিটমহলের আব্দুল খালেক, বড়খানকীবাড়ি ছিটমহলেল ফারুক হোসেন ও বড়খানকীবাড়ি গীতালদহের ফরহাদ হোসেন।