খুলনা: সৌম্য সরকার, সাব্বির রহমানের ব্যাটেই বড় একটা স্কোরের সম্ভাবনা জেগেছিল। হাফ সেঞ্চুরির পূর্ণতা আসেনি তাদের ব্যাটে। ওয়ালটন টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের স্কোরটাও প্রত্যাশার দাবি মেটাতে পারেনি। ৩ উইকেটে ১৬৭ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য জিম্বাবুয়ের টার্গেট ১৬৮ রান।
প্রথম ম্যাচেই স্পষ্ট হয়ে গিয়েছিল শেখ আবু নাসের স্টেডিয়ামেরে উইকেটের সঙ্গে রানের সখ্যতা আছে। টস জিতে তাই দ্বিধাহীন চিত্তেই ব্যাটিং নিয়েছিলেন মাশরাফি। তামিম ইকবাল, সৌম্য সরকারের ওপেনিং জুটি উইকেট, বলের মান বিচারেই ব্যাটিং শুরু করেছিল। ৪৫ রানে বিচ্ছিন্ন হয় তাদের জুটি। মুজারাবানির করা ষষ্ঠ ওভারের পঞ্চম বলটা ছিল অফ কাটার। সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন তামিম ২৩ রান করে।
দ্রুত ২ উইকেটে হারিয়ে বসা বাংলাদেশকে দুর্ভাবনায় পড়তে হয়নি ইনফর্ম সাব্বির রহমান ও মুশফিকুর রহিমের ব্যাটিং দৃঢ়তায়। ৫.৫ ওভারেই তারা ৫৫ রান যোগ করেন। এ জুটির ব্যাটিং ঝলক আরও দীর্ঘায়িত হতে পারতো। ডান পায়ে হ্যামিস্ট্রিংয়ের টান পড়ায় ২৪ রান করে অবসরে যেতে বাধ্য হয়েছেন মুশফিক।
শেষ চার ওভারে সাব্বির-সাকিবের যুগলবন্দি পরিস্থিতির দাবি মিটিয়ে রান তুলতে সমর্থ হয়নি। তারা ৩৯ রান তুলেছেন। সাকিব ১৭ বলে অপরাজিত ২৭ রান করেছেন। সাব্বির ৩০ বলে অপরাজিত ৪৩ রান (১ চার, ৩ ছয়) করেন। জিম্বাবুয়ের পক্ষে মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা ও ক্রেমার ১টি করে উইকেট নেন।