সাব্বির-মুস্তাফিজ নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে ৪২ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
সাব্বির ব্যাট হাতে ৪৩ রানে অপরাজিত থাকার পাশাপাশি বল হাতেও ২.১ ওভার বল করে ১১ রান দিয়ে ৩ উইকেট দখল করেছেন।
অন্যদিকে মাত্র ২ বলের ব্যবধানে ম্যালকম ও পিটার মোরকে ফিরিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন মুস্তাফিজ।
১৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশী বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে জিম্বাবুয়ে। ওপেনিং জুটি থেকে সিবান্দা এবং মাসাকাদজা তুলে নেন ৫০ রান।
সিবান্দাকে ফিরিয়ে টাইগারদের প্রথম সাফল্য এনে দেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৫ রানের ব্যাবধানে মাসাকাদজাকে ফিরিয়ে দলের দ্বিতীয় সাফল্য এনেদেন সাব্বির রহমান। স্কোর বোর্ড রান তখন ৫৫।
২৮ বলে ৩০ রান করা মাসাকাদজা সাব্বিরের বল লং অফে তুলে মারতে গিয়ে মাহমুদুল্লাহার তালুবন্দী হন। ১৩ রানের ব্যবধানে উইলিয়ামস এবং মুতুম্বাকে ফিরিয়ে আবারও সাফল্য এনে দেন শুভাগত হোম এবং সাব্বির রহমান। স্কোর বোর্ডে রান তখন ৪ উইকেট হারিয়ে ৬৮ রান।
এরপরই ৩৭ রানের জুটি গড়েন ম্যালকম ওয়ালার এবং পিটার মোর। ওয়ালারকে ফিরিয়ে তাদের প্রতিরোধ জুটি ভাঙেন আল-আমিন। এরপর মাত্র দুই বলের ব্যাবধানে ম্যালকম, ও পিটার মোরকে ফিরিয়ে জিম্বাবুয়েকে ব্যাকফুটে ফেলে দেন মুস্তাফিজুর রহমান। দু’জনই বলের লাইন মিস করে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।
এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৬৭ রান।
সাব্বির রহমান এবং সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৪৩ রান। সাব্বির ও সাকিব শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। শেষ দিকে সাকিব ১৭ বল খেলে করেন ২৭ রান।