জন্মদিনে কাছের বন্ধু আলিয়া ভাটকে পাশে পেয়েছেন ‘এক ভিলেন’ খ্যাত সিদ্ধার্থ মালহোত্রা। গত রোববার বলিউডের ড্যাসিং ও রোমান্টিক হিরো সিদ্ধার্থের জন্মদিন ছিলো।
৩১’এ পা দেয়া সিদ্ধার্থ কাছের মানুষ ও বলিউড অন্দরের অনেক তারকার শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তবে সিদ্ধার্থকে সবচেয়ে অবাক করেছেন মহেশ ভাটের কন্যা আলিয়া। মিষ্টি মেয়ে আলিয়া বন্ধুকে একটি ছবি টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন।
ছবিতে দেখা গেছে. আলিয়া, সিদ্ধার্থ ও ফাওয়াদ খান তরমুজ খাচ্ছেন।
আলিয়া ছাড়া এক ভিলেন নায়িকা শ্রদ্ধা কাপুর টু্ইট করে শুভেচ্ছা জানিয়েছেন। রিতেশ দেশমুখ, করণ জোহর, ফাওয়াদ খানও এ নায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।