মুম্বাইয়ে চলছিলো পরিচালক আশুতোষ গোয়ারিকরের আপকামিং ছবি `মহেনজোদারো’র’ শুটিং। ছবির নায়ক সুপারস্টার হৃতিক রোশনের বিপজ্জনক একটি অ্যাকশন দৃশ্যের শুটিং’এ ঘটে গেলো এক দুর্ঘটনা।
নিজে নিজে অ্যাকশন স্টান্টটি করতে গিয়ে গুরুতর আহত হন ড্যাসিং হিরো হৃতিক। হৃতিক ব্যাথা পেয়েছে গোড়ালি এবং লিগামেন্টে। তার দু’পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।
এমন অবস্থায় ছবির শুটিং ছেড়ে বাড়ি ফিরে আসতে হয়েছে তাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্তত দু’সপ্তাহ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
শুটিং’এ ব্যাথা পাওয়া হৃতিকের নতুন কিছু নয় এরআগে ‘ধুম-২’ এবং ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিংয়ে গুরুতর আহত হয়েছিলেন হৃতিক।
‘ধুম’র’ শুটিংয়ে হাঁটুতে এবং ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় মাথায় গুরুতর আঘাত পান হৃতিক। এর জন্য অস্ত্রোপচারও করতে হয়েছে তাকে।