বলিউড তারকা ক্যাটরিনা কাইফের নৃত্যভঙ্গি এমনিতেই দর্শকদের নজর কাড়ে। এবার মনে হয়, সেই মাত্রা আরও বাড়বে।
আগামী সিনেমা ‘ফিতুর’-এর ‘পশমিনা’ গানে বিশেষ নৃত্যভঙ্গিতে দেখা মিলবে তার।
ক্যাট জানান, ‘পশমিনা’র জন্য আক্ষরিক অর্থেই হাড়ভাঙা পরিশ্রম করতে হয়েছে তাকে। সাথে রয়েছেন আদিত্য রায় কাপুর।
সম্প্রতি মুম্বাইয়ে প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার এক ফ্যাশন শোয়ে ক্যাটরিনা বলেন, পশমিনা গানের শ্যুটিংয়ের জন্য তিনি বড়দিনের ছুটি নিতে পারেননি। ২০১৬ সালের প্রথম দিনেও ছুটি মেলেনি।
ক্যাটরিনা বলেন, ‘পশমিনা গানের শ্যুটিংয়ে সত্যি আমাদের কয়েকটা হাড় ভেঙেছে। আমরা জখম হয়েছি। কারণ এই গানের জন্য ঘণ্টার পর ঘণ্টা রিহার্সেল করতে হয়েছে।’
চার্লস ডিকেন্সের ‘গ্রেট এক্সপেক্টেশন্স’ অবলম্বনে ‘ফিতুর’ বানাচ্ছেন পরিচালক অভিষেক কাপুর। আগামী ১২ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।’ সূত্র: হিন্দুস্তান টাইমস, এবিপি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস