বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন। তিনি স্পাইনালকর্ডের সমস্যায় ভুগছেন। আগামী বৃহস্পতিবার সকালে তার শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। তিনি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ধীমান চৌধুরীর অধীনে চিকিৎসাধীন। তার আশু রোগমুক্তির জন্য বিএফইউজের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। আগামী বুধবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উদ্যোগে আলতাফ মাহমুদের রোগ মুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য বিএফইউজে মহাসচিব (একাংশ) ওমর ফারুক সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।