গত বৃহস্পতিবার অভিনেতা নাইমের সাথে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন নৃত্য ও অভিনয়শিল্পী নাদিয়া। এর আগে ২০০৮ সালের ২৮ ডিসেম্বর প্রথম বিয়ে হয় নাদিয়ার। স্বামী ছিলেন মডেল ও অভিনেতা শিমুল। শিমুলের সাথে নাদিয়ার দাম্পত্য জীবন পাঁচ বছরের মধ্যেই ভেঙে যায়।
নাদিয়ার দ্বিতীয় বিয়ের পর শিমুল বলেন, ‘আমার জায়গা থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সংসারটা টিকিয়ে রাখতে। কিন্তু নাদিয়ার কাছে হয়তো মনে হয়েছে যে, সে এই সংসার জীবনে ভালো নেই। তাই সে আমাকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছে। এখন সে নাইমকে বিয়ে করেছে। নাইম আমার খুবই কাছের ছোট ভাই। সে খুবই ভালো ছেলে। নাদিয়াও খুবই ভালো মেয়ে। দুজনে সুখী হোক। এটাই আমার প্রত্যাশা।’
এদিকে নাদিয়ার দ্বিতীয় হলেও নাইমের এটি প্রথম বিয়ে। নাইম বলেন, ‘নতুন জীবন, নতুন অভিজ্ঞতা। সবার কাছে দোয়া চাই। সবাই আমাদের নতুন জীবনে শুভ কামনা জানাবেন এটাই প্রত্যাশা করি।’
সূত্র – দ্যা রির্পোট