ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে শেরপুরে দুই দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা—২০১৬’ শুরু হয়েছে। আজ ১৭ জানুয়ারি রোববার দুপুরে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. আতিউর রহমান। শেরপুর জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
মেলায় গ্রামীণফোন, বাংলালিংক, সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ সরকারি-বেসরকারি পর্যায়ের ৩২টি প্রতিষ্ঠান তাদের ই-সেবা প্রদর্শন করছে। এ ছাড়া মেলা উপলক্ষে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক সেমিনার, রচনা, বিতর্ক ও অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম রিয়াজুল হাসান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান প্রমুখ।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে মেলা। মেলা প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত।