চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চের কেবিনে যুবতীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের চেষ্টায় চার যুবককে দুই রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। রোববার রাতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, সুজন, রজ্জব আলী, ইমরান ও সাব্বির। এরা সবাই রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দা। জানা যায়, ঢাকার কেরানীগঞ্জের এক তরুণী আমির (১৯), তার প্রেমিক মাদারীপুর জেলার সোহেলসহ এমভি পারাবাত-১৪ লঞ্চের একটি কেবিনে উঠে।
লঞ্চটি চাঁদপুরের মেঘনায় পৌঁছালে তাদের কেবিনের সামনে এসে যুবকরা চেচামেচি শুরু করে। পরে তারা দরজা খুলে শ্লীলতাহানীর চেষ্টা করে। এ সময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে যুবকদের আটক করে। পরে এক পর্যায়ে চাঁদপুর নৌ-পুলিশ বিষটি অবগত হয়ে চার যুবককে আটক করে। এবং তাদেরকে তল্লাশি করে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে।
প্রেমিক যুগলকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। প্রেমিক সোহাল অভিযোগ করে বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে সুজন নামে একজন পরে অন্যরা ধর্ষণের চেষ্টা করে। চাঁদপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চার যুবককে চাঁদপুর মডেল থানায় দেয়া হয়েছে। এছাড়া পেমিক যুগলকেও পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।