প্রায় চার-পাঁচ বছর ধরে গভীর সম্পর্ক থাকার পর রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্কে ভাঙন ধরলো। আর এই খবরে স্তম্ভিত দু’জনের ভক্তরা। কি কারণে এমনটা হলো তারা কিছুতেই বুঝতে পারছেন না।
রণবীর-ক্যাটরিনার কেউই তাদের ব্রেক আপ নিয়ে জনসমক্ষে কোনো কথা বলেননি। অনেকেই মনে করেছিলেন, এক সময়ের প্রেমিকা দীপিকা পাড়ুকোনের জন্যই সম্ভবত সম্পর্কটা ভেঙেছে।
যদিও আসল কারণ মোটেই এটা নয়। বরং, রণবীরের পরিবারের খুব কাছের লোকদের পক্ষ থেকে যা জানা যাচ্ছে, সেই অনুযায়ী রণবীরের পরিবারের জন্যই ব্রেক আপ হয়েছে দু’জনের। এবারের বড়দিনের পার্টিতে নীতু কাপুর নাকি আমন্ত্রণও জানাননি ক্যাটকে। বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান নাকি রণবীরও।
মোট কথা, রণবীরের পরিবারের জন্যই সম্ভবত ব্রেক আপটা হয়ে গেল তার এবং ক্যাটের। কে জানে দু’জনকে আর কখনো একসাথে সিনেমার পর্দাতেও আর দেখা যাবে কিনা!