ভারতের বিপক্ষে চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টোয়েন্টি-২০ সিরিজের জন্য দীর্ঘ প্রায় পাঁচ বছর পরে অস্ট্রেলিয়া দলে ডাকা হয়েছে ফাস্ট বোলার শন টেইটকে। ৩২ বছর বয়সী টেইট সর্বশেষ অস্ট্রেলিয়ার হয়ে ২০১১ সালে ভারতে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। চলমান বিগ ব্যাশ লীগে হোবার্ট হারিকেন্সের হয়ে আট ম্যাচে ১০ উইকেট নিয়ে পুনরায় টেইট অসি নির্বাচকদের দৃষ্টি আকর্ষনে সমর্থ হয়েছেন। সোমবার ঘোষিত ১৭ সদস্যের অস্ট্রেলিয়ান দলে আরো ডাক পেয়েছেন নতুন ফাস্ট বোলার এন্ড্রু টাই। ভারতে আগামী মার্চ-এপ্রিলে টোয়েন্টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে নির্বাচকরা দল নিয়ে গবেষনা শুরু করেছেন। বিগ ব্যাশে পার্থ স্কোরচার্সের হয়ে ৬.৭৯ গড়ে আট ম্যাচে টাই ১৩ উইকেট দখল করেছেন।
টি-২০ দল ছাড়াও ভারতের বিপক্ষে শেষ দুটি ওয়ানডে ম্যাচের জন্য আরো ডাক পেয়েছেন স্পিনার ন্যাথান লিঁও। মিশেল জনসনের অবসর ও মিশেল স্টার্কের ইনজুরির কারনে অস্ট্রেলিয়ান নির্বাচকরা ফাস্ট বোলিং বিভাগকে শক্তিশালী করার লক্ষ্যেই টেইট ও টাইকে দলভূক্ত করেছেন। ইতোমধ্যেই ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছে জোয়েল প্যারিস ও স্কট বোল্যান্ডের। তাছাড়া পুনরায় দলে ফিরেছেন কেন রিচার্ডসন ও জন হ্যাস্টিংস।
সাবেক টি-২০ অধিনায়ক জর্জ বেইলি ও অল রাউন্ডার মিশেল মার্শের জন্য অবশ্য নির্বাচকরা জায়গা খুঁজে পাননি। সাম্প্রতিক ফর্মহীনতাকে তাদের বাদ পড়ার পিছনে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন নির্বাচক প্রধান রড মার্শ। তবে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য তাদের দরজা এখনো খোলা আছে বলে মার্শ ইঙ্গিত দিয়েছেন। টোয়েন্টি-২০ দলে আরো ফিরেছেন ৩৪ বছর বয়সী অল রাউন্ডার শেন ওয়াটসন। সম্প্রতী সিডনি থান্ডারের হয়ে দূর্দান্ত পারফরমেন্সই তাকে দলে ফিরিয়ে এনেছে। বিবিএল এ এবারের মৌসুমে আট ম্যাচে ১৭৩.৩৯ গড়ে সর্বোচ্চ ৩৭৮ রান করা হার্ড হিটিং টপ অর্ডার ব্যাটসম্যান ক্রিস লিনকে ডাকা হয়েছে।
এছাড়া লিনের পরে দ্বিতীয় স্থানে থাকা বিবিএল এ এবারের আসরে ২০টি ওভার বাউন্ডারি হাঁকানো এডিলেড স্ট্রাইকার্সের ব্যাটসম্যান ট্রেভিস হেডও টি২০ দলে সুযোগ পেয়েছেন। ওয়ানডে স্কোয়াড : স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, স্কট বোল্যান্ড, জেমন ফকনার, এ্যারন ফিঞ্চ, জন হ্যাস্টিংস, ন্যাথান লিঁও, মিশেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ম্যাথু ওয়েড।
টোয়েন্টি-২০ স্কোয়াড : এ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, জেমস ফকনার, জন হ্যাস্টিংস, শন মার্শ, ক্যামেরুন বয়েস, ন্যাথান লিঁও, ক্রিস লিন, ট্রেভিস হেড, কেন রিচার্ডসন, এন্ড্রু টাই, স্কট বোল্যান্ড, শন টেইট।