ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার নয়াদিল গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা খুনের পর তার লাশ পাশের জমিতে ফেলে রাখা হয়।
নিহত ওই কিশোরী নয়াদিল গ্রামের খলিল মিয়ার মেয়ে তাছলিমা আক্তার (১৩)। রোববার রাত থেকে সে নিখোঁজ ছিল। আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। লাশের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।