কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধি দল আজ সোমবার ভাঙচুর হওয়া ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় পরিদর্শন করেছে। পরে জোট নেতৃবৃন্দ ব্রাক্ষ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নুরের সভাপতিত্বে মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন, জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুছ, সাবেক সভাপতি নাছির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাধারণ সম্পাদক হাসান আরিফ, নাট্যকার মান্নান হীরা, ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক সংগঠনের পক্ষে সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, প্রেসক্লাবের সদস্য সচিব রিয়াজ উদ্দিন জামি প্রমুখ। সভায় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনে যে আঘাত এসেছে সেটি মুক্তিযুদ্ধের ওপর আঘাত, স্বাধীনতার ওপর আঘাত। সংস্কৃতি যেহেতু সব ধর্ম-বর্ণের মানুষের মাঝে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করে তাই পরিকল্পিতভাবে সাংস্কৃতিক অঙ্গনে হামলা হয়েছে।
বক্তারা বলেন, প্রশাসনের লোকজন সেদিন কেনো ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ও ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়গুলো রক্ষা করতে পারলেন না, তার জবাব দিতে হবে। শুধু দুই পুলিশকে প্রত্যাহার করলেই চলবে না, ঘটনা তদন্ত করে দেখতে হবে আসলে সর্ষের মধ্যেই ভূত আছে কি না? এ সময় বক্তারা সকল অপশক্তির বিরুদ্ধে সংস্কৃতি কর্মীদের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।