‘সবসময়ই আসলে আমি নিজের মতো করেই জন্মদিন উদযাপন করার চেষ্টা করি। কিন্তু এবার আমার জন্মদিনে আমি যেসব সিনিয়র তারকার সঙ্গে বিভিন্ন সময়ে অভিনয় করেছি, তারা বিশেষভাবে আমন্ত্রিত থাকবেন। সেইসাথে থাকবেন আমার প্রিয় প্রিয় কিছু মুখ’। জন্মদিনের পরিকল্পনা নিয়ে এভাবেই বলছিলেন রিচি। লিখেছেন মিলন
গেল বছরের অক্টোবর মাসে স্বামী রাশেক মালিকের সাথে বেশ কিছু দিন সময় কাটিয়ে দেশে ফিরে আবার পেশাগত কাজে ব্যস্ত হয়ে ওঠেন দর্শকপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। তবে এবার স্বামী রাশেক মালিকই দেশে আসছেন স্ত্রীকে সময় দিতে। তাও আবার স্ত্রীর বিশেষ একটি দিনে।
আসছে ২৩ জানুয়ারি অভিনেত্রী রিচির জন্মদিন।দিনটিতে নায়করাজ রাজ্জাকেরও জন্মদিন হওয়ায় রিচির জন্মদিনের বিষয়টি সবসময়ই আড়ালেই থেকে যায়। বিষয়টি রিচিও মেনে নেন এই ভেবে যে, এমন কিংবদন্তির জন্মদিনে তার জন্মদিনের বিষয়টি আড়ালে থেকে যাওয়াটাই স্বাভাবিক। তার পরও রিচি নিজের মতো করেই সবসময় জন্মদিন উদযাপন করার চেষ্টা করেন। এবার জন্মদিনে রিচির স্বামী রাশেক মালিক দেশে আসছেন।
তাই তাকে নিয়ে জন্মদিনে বিশেষ পরিকল্পনা থাকার পাশাপাশি মিডিয়া অঙ্গনের সিনিয়র তারকাশিল্পীদের নিয়ে থাকছে বিশেষ আয়োজন। রিচি বলেন, ‘সবসময়ই আসলে আমি নিজের মতো করেই জন্মদিন উদযাপন করার চেষ্টা করি। কিন্তু এবার আমার জন্মদিনে আমি যেসব সিনিয়র তারকার সঙ্গে বিভিন্ন সময়ে অভিনয় করেছি, তারা বিশেষভাবে আমন্ত্রিত থাকবেন। সেইসাথে থাকবেন আমার প্রিয় প্রিয় কিছু মুখ। সবাই আমাকে দোয়া করবেন, আমার সাথে সময় কাটাবেন এমন একটি দিনে এটাই আমার চাওয়া।’ এ দিকে রিচি অভিনীত গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘পাল্টা হাওয়া’ ও সাগর জাহান পরিচালিত ‘মিলার বারান্দা’ দু’টি ভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। তবে ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি রিচি বেশ কিছু খণ্ডনাটকেও অভিনয় করেছেন।
চয়নিকা চৌধুরীর তিনশোতম নাটক ইমদাদুল হক মিলনের ‘সোনার মানুষ’ এ এককভাবে অভিনয় করেছেন। এই নাটকের নাট্যরূপ দিয়েছেন এজাজ মুন্না। এটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। ‘সোনার মানুষ’ নাটকে রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন দিনাত জাহান মুন্নী। গানটি হচ্ছে তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। এ ছাড়া একই পরিচালকের ২৯৯তম নাটক ‘ভিতরে বাহিরে’তে অভিনয় করেছেন রিচি। এটি রচনা করেছেন এজাজ মুন্না।