বাংলাদেশের মানুষের কাছে মাশরাফি যতটা জনপ্রিয় সে ইচ্ছে করলেই রাজনীতিতে নামতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ‘মাশরাফি’ বইয়ের মোড়ক উন্মোচন করেতে গিয়ে তিনি এ কথা বলেন।
মাশরাফি ইনজুরির জন্য ম্যাচের আগে যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটে সেটাও অনুকরণ করে দেখান। এসময় সকলের মধ্যে হাসির রোল পড়ে যায়।
তবে ইনজুরি মাশরাফিকে যতটাই চেপে ধরুক না কেনো মাঠে যে সামর্থের ২০০ ভাগ ঢেলে দেন সেটাও বলতে ভুলেননি এই লংকান। ক্যারিয়ার জুড়ে ইনজুরির সঙ্গে যুদ্ধ তরুণদের জন্য শিক্ষা হতে পারে উল্লেখ করে তিনি।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সামনের দিকে বসে থাকা আবু হায়দার রনি, তাসকিনদের ইঙ্গিত করে মাশরাফি বলেন, ‘তোমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। পেসারদের জীবনে ইনজুরি থাকবেই। তারপরও ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে হবে।’