‘ক্লাব ডি’র আইটেম গানে মিতু

0

Mituআজ রোববার শেষ হচ্ছে ‘ক্লাব ডি’ ছবির আইটেম গানের শুটিং। বিএফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে এই আইটেম গানের সঙ্গে নাচলেন মিতু। ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান লাবু। এ ছবিতে অভিষেক হচ্ছে নায়ক শিবলী নোমানের। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন কলকাতার রাতাশ্রী দত্ত। বিশেষ চরিত্রে অভিনয় করছেন শক্তিমান অভিনেতা আলীরাজ, বাপ্পারাজ ও শিমুল খান।

এ বিষয়ে পরিচালক মিজানুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল থেকে আমরা এই আইটেম গানের  শুটিং করছি। আজ রাতে কাজ শেষ হয়ে যাবে। ছবিতে দেখা যাবে, আইটেম গানটি হচ্ছে একটি প্রমোদের স্থানে। খল চরিত্রে অভিনয় করছেন আলীরাজ, এটি আলীরাজের প্রমোদ ভবন। এখানে ছবির নায়ক শিবলীরও কিছু অংশ আছে। ডিসেম্বরে ছবির একটি পর্যায়ের শুটিং করেছি। আবার চলতি মাসের ২৫ তারিখ থেকে গাজীপুরে আটদিনের শুটিং করব। এরই মধ্যে ছবির ৪০ শতাংশ কাজ শেষ করেছি। আশা করছি, মার্চের মধ্যে সব কাজ শেষ করে ছবি সেন্সর বোর্ডে দিতে পারব।’

ছবির কাহিনী সবারই ভালো লাগবে বলে জানালেন নবাগত নায়ক শিবলী নোমান। ছবির গল্পটা শোনালেন তিনি, ‘আমি অনেক সাধারণ পরিবারের ছেলে, বাবা গাড়ি মেকার, ছোট একটা গ্যারেজ আছে আমাদের। সেখানে আমিও কাজ করি। আর গাড়ি চেক করাতে এখানে নিয়মিত আসেন আলীরাজ। একটি বিশেষ কারণে আমাকে পছন্দ করেন তিনি। উনি আমাকে তাঁর আস্তানায় যেতে বলেন। গিয়ে দেখি অ্যারাবিয়ান গানের সঙ্গে নাচ করছে অনেক ছেলেমেয়ে। এখানে এসে ওনার আরেক নতুন চরিত্র দেখি। আমিও যুক্ত হয়ে যাই খারাপ কাজের সঙ্গে। এ ধরনের একটা দৃশ্যের শুটিং আজ আমরা শেষ করব। আমার ভাগ্য ভালো, অনেক বড় শিল্পীদের সঙ্গে কাজ করছি। ওনারা আমাকে অনেক সহযোগিতা করছেন। আপনারা দোয়া করবেন আমি যেন ভালো করতে পারি।’

গল্প নিয়ে অভিনেতা আলীরাজ এনটিভি অনলাইনকে বলেন, ‘ছবির গল্পটা অনেক সুন্দর। এখানে আমি খল চরিত্রে অভিনয় করছি। এই ছবির যতটুকু শুটিং করেছি এটাকে চলচ্চিত্র বলেই মনে হয়েছে, অন্য অনেক কাজকেই তো এখন টেলিফিল্ম মনে হয়। এভাবে যদি ছবিটি শেষ করতে পারে, তবে ভালো একটা ছবি পাবে দর্শক।’

ছবির কাহিনী লিখেছেন মাহমুদুল হক রাজীব, চিত্রনাট্য ও পরিচালনা করছেন মিজানুর রহমান লাবু। আইটেম গানের কোরিওগ্রাফি করছেন হাবিব। পজিটিভ সিস্টেমস অ্যান্ড সাপোর্টস প্রযোজিত এ ছবিতে অভিনয় করছেন নবাগত নায়ক শিবলী নওমান, রাতাশ্রী দত্ত (কলকাতা), শিমুল খান, রহমতউল্লাহ, আলীরাজ, শায়েরী এবং আইটেম গানে পারফর্ম করেছেন মিতু।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More