রংপুরের মিঠাপুকুরে বাসের সাথে ট্রলির সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। মঙ্গলবার রাতে উপজেলার জায়গীরহাটের তেলের পাম্পের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রলিচালক রাশেদুল (২৭), তার সহকারী মিঠুন (২৩ ) ও কাঠ ব্যবসায়ী টিটুল (২৫)।
তাদের বাড়ি উপজেলার সেরুডাঙ্গা গ্রামে। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা তাজ পরিবহনের একটি বাসের সাথে কাঠবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত এবং দু’জন আহত হন।