মুসলিম হওয়ায় বিমান থেকে নামিয়ে দেয়া হলো ৩ যাত্রীকে

0

bimanপাইলট অস্বস্তি বোধ করার কারণে যুক্তরাষ্ট্রের একটি বিমান থেকে নামিয়ে দেয়া হলো একজন শিখসহ তিন মুসলিমকে। তারা চার বন্ধু। ঘটনাটি গত মাসের। এ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার ৯০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে নিউইয়র্কের ব্রুকলিনের ফেডারেল কোর্টে একটি মামলা দায়ের করেছেন ওই চার বন্ধু। ভুক্তভোগী চারজন হলেন, শান আনন্দ (শিখ) ও তাঁর তিন মুসলমান বন্ধু ফাইমুল আলম, ডব্লিউএইচ (বাংলাদেশি মুসলিম যুবকের সংক্ষিপ্ত নাম) ও এমকে (আরব মুসলিম যুবকের সংক্ষিপ্ত নাম)। সিএনএন-এর খবরে বলা হয়, গত মাসের কোনো এক দিনে যুক্তরাষ্ট্রের ওই চার নাগরিক কানাডার টরন্টো থেকে নিউইয়র্কগামী একটি বিমানে ওঠেন।

বিমানে ওঠার পর শান ও ফাইমুল দুজন যাত্রীর সঙ্গে সিট বদল করে ডব্লিউএইচ ও এমকের পাশাপাশি বসেন। এর কয়েক মিনিট পরে একজন শ্বেতাঙ্গ বিমানবালা ডব্লিউএইচকে বিমান থেকে নেমে যেতে বলেন। পরে ওই চারজন বিমানবালাকে জিজ্ঞেস করেন, কেন তাঁদের নামতে বলা হচ্ছে। ওই সময় বিমানবালা তাঁদের ‘শান্তিপূর্ণভাবে’ নেমে যেতে বলেন। তাঁদের উদ্দেশে বলা হয়, বাইরে গেটে নির্দেশনা অপেক্ষা করছে। ‘এটা (বিমান থেকে নামতে বলা) আমাকে অপরাধী বানিয়ে দিয়েছিল’, বলেন ডব্লিউএইচ। ডব্লিউএইচ আরো বলেন, ‘এটা এমন যে আমি নিচে কোথাও বসে আছি আর সবাই আমার দিকে দৃষ্টি রাখছে। তাঁদের (বিমানের পাইলট) আতঙ্কিত হওয়া দেখে আমি আতঙ্কিত হয়ে গিয়েছিলাম’।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More