ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাট করছে অসিরা। আজ সকাল সাড়ে ৯টায় টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তারা। ভারতকে বড় লক্ষ্য তাড়া করাতে উঠেপড়ে লেগেছেন অসিরা। সকালে ব্যাটিং করতে নেমে ১০৭ বলে ১০৭ রান করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান ফিঞ্চ। তবে অল্পের জন্য সেঞ্চুরি হয়নি অপর উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থেকে বিদায় নিয়েছেন তিনি।
বেলা সোয়া ১২টার দিকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৪ ওভারে ২৮৬ রান। এর জন্য খরচ হয়েছে মাত্র ২ উইকেট। ব্যাট করছেন স্টিভেন স্মিথ ও মিশেল মার্শ। অর্ধশতের পথে স্মিথ। তার সংগ্রহ ২৬ বলে ৪৬ রান। এতে তিন ছক্কা ও তিন বাউন্ডারি হাকিয়েছেন। আর মার্শ খেলছেন ৩২ রান নিয়ে।