পাবনা ও সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস শ্রমিকদের বিরোধের কারণে অনির্দিষ্টকালের জন্য পাবনা থেকে ঢাকাগামী সকল প্রকার বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে পাবনা বাস মালিক সমিতি।
বুধবার সকাল ৭টা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বাস মালিক সমিতির নেতারা জানান, শাহজাদপুরের বাস শ্রমিকদের সাথে পাবনার পাবনা এক্সপ্রেসের এক শ্রমিকের ঝগড়া হয়। এরই জের ধরে শাহজাদপুরে পাবনা এক্সপ্রেসের ওই শ্রমিককে মারধর করে শাহাদপুরের শ্রমিকরা। এরই প্রতিবাদে পাবনার বাস মালিক সমিতি বুধবার সকাল থেকে ঢাকাগামী সকল কোচ বন্ধ করে দিয়েছেন।
জেলা মোটর শ্রমিক সমিতির সভাপতি ফিরোজ খান জানান, আগামী শনিবার পাবনা ও শাহজাদপুরের বাস মালিক ও শ্রমিক সমিতির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।