মৌলভীবাজারের ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চুড়ান্ত

0

mowlibazarমানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচজনের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ বেলা ১১টায় ধানমণ্ডির কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী আবদুল হান্নান খান ও তদন্তকারী কর্মকর্তা হরি দেবনাথ এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। প্রকাশিত প্রতিবেদনে পাঁচজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগসহ ছয়টি অভিযোগ আনা হয়েছে। আসামিরা হলেন শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। তাঁদের মধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আজই প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হবে বলে তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) তৈরি করে ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। ২০১৪ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। ২৩ জানুয়ারি এ মামলায় তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত বছরের ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেদিন বিকেলেই রাজনগর উপজেলার গয়াসপুর গ্রামের ওজায়ের আহমেদ চৌধুরীকে (৬০) মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও সোনাটিকি গ্রামের মৌলভি ইউনুছ আহমদকে (৭০) তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। চলতি বছরে এটিই তদন্ত সংস্থার প্রথম প্রতিবেদন। এর আগে আরো ৩৪টি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। সর্বশেষ গত বছরের ২৭ ডিসেম্বর একদিনেই দুই মামলার আট আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More