চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দূর্গাপুর গ্রামে অপহরণের ৩ ঘণ্টা পর স্কুলছাত্র মাসুদ রানাকে (৯) উদ্ধার করেছে গ্রামবাসী। এলাকাবাসী জানায় দূর্গাপুর গ্রামের আমিনুল ইসলামের পুত্র মাসুদ রানা বুধবার সন্ধ্যায় তাদের বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলছিল। এর এক পর্যায়ে ৫/৬ জন মুখোশধারী তাকে অপহরণ করে পার্শ্ববর্তী মাঠের দিকে নিয়ে যায়।
এ খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে তারা ঐক্যবদ্ধ হয়ে অপহরণকারীদের মাঠের মধ্যে ঘেরাও করলে, মাসুদ রানাকে ফেলে পালিয়ে যায়। পরে গ্রামবাসী ঘটনার ৩ ঘণ্টা পর স্থানীয় রায়সা ইটভাটার পাশ থেকে উদ্বার করে। এ ঘটনার পর থেকে এলাকায় অপহরণ আতঙ্ক বিরাজ করছে। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউর রহমান অপহরণের বিষয়টি অস্বীকার করেন।
Prev Post