ঝালকাঠির বিনয়কাঠি ইউনিয়নের শিবাইকাঠি গ্রামে একটি পারিবারিক মনোশা পূজা মন্দিরের ৫টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। অশোক ব্যানার্জীর বাড়ির মন্দিরে এ ঘটনা ঘটে। বুধবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে প্রতিমার কিছু অঙ্গ প্রতঙ্গ পার্শ্ববর্তী ব্রিজের উপর ফেলে রেখে যায়। খবর পেয়ে বৃহষ্পতিবার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানিয়েছেন। এ ঘটনায় অজ্ঞাত নামা আসামি করে ২৯৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মাহে আলম জানান।