আগৈলঝাড়ার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বরিশাল জেলা পুলিশের উদ্যোগে সাউন্ড সিস্টেম উপহার প্রদান করা হয়েছে।
জেলা পুলিশ সুপারের নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে উপজেলা গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আড়ম্বরপূর্ন অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গিয়াস মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বরিশাল পুলিশ সুপার এমএম আক্তারুজ্জামান শিক্ষার্থীদের ব্যবহারের জন্য সাউন্ড সিস্টেম উপহার প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জহিরুল হক, গৌরনদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন, সাবেক শিক্ষক আ. মান্নান। এর আগে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর শিক্ষার্থীদের জন্য অনুরূপ সাউন্ড সিস্টেম উপহার প্রদান করেন পুলিশ সুপার আক্তারুজ্জামান।
Prev Post