মাতৃত্ব ভাতাভোগী মায়েদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়ন পরিষদে। বৃহস্পতিবার দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি আরিফা সুলতানা লাভলী।
বেসরকারি উন্নয়ন সংস্থা রিলেশনের আয়োজনে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী ও কুন্দপুকুর ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী বক্তব্য দেন। দিনব্যাপী প্রশিক্ষণে ইউনিয়নের ৬০ দরিদ্র মা (মাতৃত্ব ভাতাভোগী) অংশগ্রহণ করেন।
আয়োজক সংস্থা জানায়, মহিলা বিষয়ক অধিদফতরের সহযোগিতায় নীলফামারী সদর উপজেলা ছাড়াও ডোমার ও ডিমলা উপজেলার ২,৩২০ জন মাকে ২০১৭ সালের ১৮ জুন পর্যন্ত পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হবে।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী জানান, গর্ভবতী মায়েদের পরিচর্যা, পুষ্টির চাহিদা পূরণ, স্যানিটেশন ব্যবস্থা, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, বাল্য বিবাহ, যৌতুক প্রতিরোধসহ সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
Prev Post
Next Post