সোমালিয়ার সমুদ্রের পাশে অবস্থিত একটি রেঁস্তোরায় জঙ্গি সংগঠন শেবাবের হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। রাজধানী মোগাদিসুতে জনপ্রিয় এই রেঁস্তোরায় ঢুকে পড়ার আগে পাঁচ জঙ্গি বোমা বিস্ফোরণ ঘটায়। আজ শুক্রবার পুলিশ একথা জানিয়েছে।
সোমালিয়ার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবদিরাহমান বলেন, ‘জঙ্গিদের হামলায় নারী ও শিশুসহ প্রায় ২০ জন নিহত হয়েছেন।’ তিনি এই ঘটনাকে ‘নিরপরাধ বেসামরিক মানুষের ওপর বর্বরোচিত ও নিষ্ঠুর হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলা চালানো হয়। প্রচণ্ড একটি বিস্ফোরণের পর বন্দুকধারীরা ওই রেঁস্তোরায় ঢুকে পড়ে। সেখানে তখন লোকজন রাতের খাবারের জন্য অপেক্ষা করছিল।
আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন শেবাব এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। এ ঘটনায় চার জঙ্গি নিহত ও অপর একজনকে আটক করা হয়েছে।