কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বটতলা নামক এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মাইদুল ইসলাম (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১ শিশু।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুর ১টায় উলিপুর শহর থেকে দ্রুত গতির একটি ট্রাক্টর পাশ্ববর্তী ইট ভাটায় যাওয়ার সময় তবকপুর ইউনিয়নের বটতলা নামক এলাকায় এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার পাশে থাকা এক শিশু আহত হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত মাইদুল ইসলাম বটতলা গ্রামের আবুল হোসেনের পুত্র বলে জানা গেছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে।