ইন্টারনেট ছাড়াই ফেসবুক!

0

FBফেসবুকের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ফেসবুক যেন মোবাইলের মত অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। যারা সার্বক্ষণিক ফেসবুকে যুক্ত থাকতে চান তারা মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করে থাকেন। তবে মোবাইলে বিশেষত স্মার্ট-ফোনে ফেসবুক ব্যবহার সার্বিকভাবে ব্যয়বহুল বলা চলে। তাই মোবাইল কোম্পানিগুলো ইন্টারনেট ছাড়া ফেসবুক ব্যবহার করার পদ্ধতি চালু করেছে।
এটি এসএমএস ভিত্তিক ফেসবুক। এতদিন মোবাইল এসএমএসের মাধ্যমে শুধুমাত্র স্ট্যাটাস আপডেট করা যেত। এখন ২৪ ঘণ্টা ফেসবুক ব্যবহার করা যাবে আর খরচ হবে সপ্তাহে ৫ টাকা। ছবি দেখা, আপলোড কিংবা ডাউনলোড সুবিধা এক অর্থে গ্রাফিক ইন্টারফেস না থাকলেও ফেসবুকে যোগাযোগের প্রায় সব অপশনই ব্যবহার করা যাবে।

ফিচার

  • স্ট্যাটাস আপডেট,
  • বন্ধুদের নিউজ-ফিড,
  • ফ্রেন্ড রিকোয়েস্ট,
  • ওয়ালপোস্ট,
  • কোন ছবিতে কে বা কতজন মন্তব্য করলো,
  • কোন ছবিতে কতজন মন্তব্য করলো,
  • কতজন লাইক বা শেয়ার করলো,
  • মেসেজ পাঠানো এবং পড়া,
  • এবং নোটিফিকেশন।

এসএমএস ভিত্তিক এ সার্ভিস চালু করতে মোবাইল থেকে *৩২৫# ডায়াল করুন।
USSD এর মাধ্যমে আপনার ফেসবুক ইমেইল আইডি ও পাসওয়ার্ড ইত্যাদি নির্দেশনাগুলো অনুসরণ করলে একাউন্ট এসএমএসের মাধ্যমে ব্যবহারের জন্য এক্টিভেট হবে।

পরবর্তীতে মোবাইল থেকে ব্যবহারের জন্য *৩২৫*৮৮# ডায়াল করলে ফাংশন মেনু পাবেন, যেমন:

  • News Feed
  • Update Status
  • Post on Wall
  • Friend Request
  • Message
  • Notification
  • Account Setting

[ এ সার্ভিস বন্ধ করতে চাইলে *৩২৫*২২ # ডায়াল করে বন্ধ করা যাবে।]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More