ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রস্তুতি ম্যাচে কাল সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফেরার ব্যাপারে আত্নবিশ্বাসী মাশরাফি মর্তুজা। টাইগার এই পেসার জানিয়েছেন, আরব আমিরাতকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে চায় টাইগার স্কোয়াড। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা সাড়ে তিনটায়। কাঁধে ব্যথার জন্য এশিয়া কাপে কিপিং করেননি মুশফিক। ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ অধিনায়ককে দেখা যাবে পুরনো সেই ভুমিকায়। সেরে ওঠছেন ওপেনার তামিম। ব্যাটিংয়ে তাই মনোযোগটা একটু বেশি। সাইড স্ট্রেইনের কারণে এশিয়া কাপে মাশরাফিকে খেলানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। ফিট মাশরাফির দাবী ওয়ার্ল্ড টি-টোয়েন্টির জন্য প্রস্তুত তিনি। অন্য সময় হলে প্রস্তুতি ম্যাচ নিয়ে ভাবতে হতো না টাইগারদের। কিন্তু টানা নয় ম্যাচ হেরে আত্নবিশ্বাস তলানিতে ঠেকেছে মুশফিক বাহিনীর। তাই জয়ের ধারায় ফিরতে দুটি প্রস্তুতি ম্যাচকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। অপরিচিত প্রতিপক্ষ আরব আমিরাত। এশিয়া কাপে এমন এক অপরিচিত দল আফগানিস্তানের কাছে অঘটনের শিকার হয়েছিলো বাংলাদেশ। এবার সাবধান হয়েই নামবে মুশফিক বাহিনী। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ।