২৩ বছরের শিরোপা পাওয়ার অপেক্ষার অবসান করলো হিমালয় কন্যা নেপাল। বঙ্গবন্ধু গোল্ডকাপে বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতলো নেপাল।
খেলার প্রথমার্ধে নেপালের বিমল ঘারতি মাগারের এগিয়ে দেয়া বলে নাওয়ায়ুগ শ্রেষ্ঠা গোল করেন। এরপর ৩৫ মিনিটে অঞ্জন বিসতার ক্রস থেকে বিশাল রায় বাহরাইন জালে বল জড়ালে ২-০ গোলে আরো এগিয়ে যায় নেপাল। খেলার শেষদিকে ইনজুরি সময়ে অনুযোগ শ্রেষ্ঠার গোলে ৩-০ তে এগিয়ে বড় জয় নিশ্চিত করে নেপাল।
শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়াম অনুষ্ঠিত এ খেলায় নেপালের সুমন লামা ও বাহরাইনের আহমেদ আলথুয়াইনি লাল কার্ড পান।
সর্বশেষ ১৯৯৩ সালের দক্ষিণ এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়েছিল নেপাল। এরপর ১৯৯৯ সালের দক্ষিণ এশিয়ান গেমসে ফাইনাল খেলেছিল নেপাল। সেবার নিজেদের মাঠে বাংলাদেশের কাছে হেরে শিরোপা স্বপ্ন গুঁড়িয়েছিল তারা।
Next Post