রংপুরের মিঠাপুকুর উপজেলার রানী পুকুর এলাকায় আবুল কালাম আজাদ (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত যুবকের পিতা ময়েনপুর ইউনিয়নের জগদিশপুর গ্রামের নওশাদ আলী বলেন, আমার ছেলে গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাকে হত্যা করে লাশ গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির জানান, রানী পুকুর এলাকার হল্লার পাড়ে একটি গাছের ডালে এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত ছাড়া বলা যাবে না। নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন
Prev Post