একটি ছবিকে ঘিরে ভারতীয় দুই কিংবদন্তীর মধ্যে অকল্পনীয় টুইট বিনিময়ের ঘটনা ঘটেছে। অবশ্য তা শুধু তাদের মাঝেই সীমাবদ্ধ থাকেনি, জড়িত হয়েছে তাদের ফ্যানদের অনেকেই। অভিনেতা অমিতাভ বচ্চন টুইটারে আহমেদাবাদের একটি দেয়ালে অাঁকা একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকর, অমিতাভ বচ্চন ও শচীন টেন্ডুলকারের ছবি পরপর অাঁকা রয়েছে। যথাক্রমে তাদের মাথার উপর জাফরানী, সাদা ও সবুজ রঙ্গের স্ট্রিপ দেয়া রয়েছে। টুইটে অমিতাভ লিখেছেন, তিনি এখানকার অন্তর্ভুক্ত নন। কিন্তু তার টুইটার ফ্যানরা তার এ মন্তব্যে একমত হতে পারেননি। তবে সবচেয়ে উৎসাহজনক সাড়া এসেছে তিন গ্রেটের এক গ্রেট শচিন টেন্ডুলকারের কাছ থেকে। ২০১৩ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেয়া শচিন বিগ বি-কে স্মরণ করিয়ে দেন যে, এখানে শুধু একজন আছেন যিনি আর কাজে নেই। অর্থাৎ অবসরে চলে গেছেন। তাদের দু’জনের এমন সৌজন্যমূলক টুইট বিনিময়ে যুক্ত হয়েছেন অনেকেই। করেছেন বিভিন্ন মন্তব্যও। সূত্র : এনডিটিভি