বলিউডের রূপালি জগতে পা রাখার আগে ছিলেন নীল ছবির জগতের বড় এক নাম। নিজের অতীত এই পরিচয়ের কারণে বিভিন্ন সময়ে তার দিকে বাঁকা চোখে তাকানো হয়। তবে নিজের অতীত নিয়ে বিন্দুমাত্র অনুতপ্ত নন সানি লিওন। বরং তিনি তার এই জীবন নিয়ে গর্বিত। এমনকি পুনর্জন্ম বলে যদি কিছু থেকে থাকে তাহলে আবারো সানি লিওন হয়েই জন্ম নিতে চান তিনি। এমনটাই জানালেন বলিউড এ সময়ের অন্যতম আলোচিত এ অভিনেত্রী।
সম্প্রতি সাংবাদিক ভুপেন্দ্র চৌবের সঙ্গে সাক্ষাৎকারে পর্নোতারকা হওয়া নিয়ে তাকে নানা ধরনের প্রশ্ন করা হয়। শুধু প্রশ্ন নয়, তার অতীত নিয়ে কৌশলে অনেক খোঁচাও দেয়া হয়। তবে মাথা গরম করেননি সানি। ঠাণ্ডা মাথায় উত্তর দিয়ে গেছেন ‘বেবি ডল’।
এরপর অন্য একটি সংবাদমাধ্যম থেকে তার কাছে প্রশ্ন রাখা হয়, পুনর্জন্ম হলে তিনি কি আবার সানি লিওন হয়ে জন্মগ্রহণ করতে চান? জবাবে সানি লিওন হেসে বলেন, ‘হ্যাঁ, পুনর্জন্ম হলে সানি লিওন হয়েই জন্মাতে চাই। আমি আমার জীবনকে ভালোবাসি।’
সিনেমায় খোলামেলা চরিত্রে অভিনয়ের প্রসঙ্গেও কথা হয় সেখানে। সানি জানান, বাস্তবে তিনি অনেক লাজুক। যদি কেউ পাঁচ মিনিট তাকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, লোকজন সানিকে যা মনে করেন আসলে তিনি তা নন!
Prev Post
Next Post