খেলেছেন মাত্র ২টি ম্যাচ। আর তাতেই আইসিসির টি-২০ র্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে ৩৮তম স্থান অধিকার করেছেন মুস্তাফিজুর রহমান।
শনিবার প্রকাশিত আইসিসির টি-২০ র্যাংকিংয়ে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মতুর্জা আছেন ৩৪তম স্থানে। তবে তিনি সবগুলো ম্যাচে খেলেছেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ৫ উইকেট নিয়ে র্যাংকিংয়ে ১২তম স্থানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
টি-২০তে বোলিং র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন স্যামুয়েল বদ্রি।
মুস্তাফিজুর রহমান ইনজুরিতে পড়ায় পুরো সিরিজে ছিলেন না। খেলেছেন ২টি ম্যাচ। ৭.৫ ওভার বোলিং করে নামের পাশে যোগ করেছেন ৪টি উইকেট। ইকোনোমি রেট ৪.৭২। এমন অসাধারণ পারফরম্যান্সের সুবাদে টি-২০ র্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়েছেন মুস্তাফিজ। উঠে এসেছেন ৩৮তম স্থানে।
এ ছাড়া র্যাংকিংয়ে উন্নতি হয়েছে পেসার আল-আমিন হোসেনেরও। মাশরাফির ঠিক পরের অবস্থানেই রয়েছেন তিনি (৩৫)। দুই ম্যাচে ৭ ওভার বোলিং করে ২ উইকেট পকেটে জমা করেছেন আল-আমিন।