ঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ সোমবার ভোর ৪টা থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া ও ভোর ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়। অতিরিক্ত কুয়াশার কারনে কাওড়াকান্দি ঘাট থেকে যাত্রী ও যানবাহন বোঝাই তিনটি ফেরি ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। এছাড়া কাওড়াকান্দি ও শিমুলিয়া উভয়ঘাট থেকে ছেড়ে যাওয়া ছয়টি ফেরি কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙ্গর করে রাখা হয়েছে। ফেরি চলাচল বিঘ্ন হওয়ায় উভয়ঘাটে রোগীবাহী এ্যাম্বুলেন্স, জরুরি ওষুধ, কুরিয়ার সার্ভিসের গাড়ী এবং ঢাকামুখী ট্রাকসহ অসংখ্য যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, কুয়াশার তীব্রতায় কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-পথের মার্কিং পয়েন্ট ও ফেরিগুলোর বিকন বাতিগুলো দেখতে না পাওয়ায় চালকরা ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়। এছাড়াও ফেরির সাথে সাথে স্পিডবোট, ট্রলার ও লঞ্চ পারাপার বন্ধ রয়েছে।