ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের ভিডিওচিত্র প্রকাশ করা হয়েছে। রোববার আইএসের চ্যানেলে এ ভিডিওচিত্র প্রকাশ করা হয়। ভিডিওচিত্রতে নয় ব্যক্তিকে দেখানো হয় ও তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এতে হামলাস্থলের কথাও বলা হয়েছে। গত বছরের ১৩ নভেম্বর প্যারিসে ওই হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়। এক অনলাইন সাইট বিশ্লেষক জানিয়েছে, ওই ভিডিওতে চার জঙ্গিকে দেখা গেছে বন্দিদের গুলি ও শিরশ্ছেদ করতে। ভিডিওটি প্যারিস হামলার আগে আইএসের কথিত রাজধানী রাকায় ধারণ করা। ভিডিওতে দেখানো একটি ছবির সঙ্গে বেশ মিল রয়েছে প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন নেতা আবদেলহামিদ আবাউদের। হামলার পরদিন বেলজিয়ান এ নাগরিক পুলিশি অভিযানকালে নিহত হয়।
সূত্রঃ প্রিয়