নীলফামারীর ডোমারে জাতীয় শ্রমিক লীগের সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ অর্ধ দিবস পরিবহন ধর্মঘট পালন করছে উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার সকাল ৬ টা হতে দুপুর ২ টা পর্যন্ত চলবে উপজেলায় সর্বাত্মক এ পরিবহন ধর্মঘট। উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদের সাবেক সভাপতি মো: আতিয়ার রহমান জানান, গত ২৯ ডিসেম্বর রাত ৯টায় নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ডোমার উপ-কমিটির সভাপতি ও শ্রমিক লীগ ডোমার উপজেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ (৬০) বাড়ী ফেরার পথে সাহাপাড়া মহল্লায় নিজ বাসভবনের সামনে ওৎ পেতে থাকা মুখোশধারী সন্ত্রাসীদের হামলার শিকার হন। তারা তাকে হত্যার উদ্যেশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ডোমার থানায় গত ২ জানুয়ারি শ্রমিক লীগের পক্ষে একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৩)। কিন্তু, এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেফতার না করায় পুলিশের ভুমিকা প্রশ্নবিদ্ধ করে তুলেছে। অদ্যাবধি মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি পরিলক্ষিত না হওয়ায় এবং প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রবিবার সন্ধায় বিক্ষোভ মিছিল শেষে শহরের বাটার মোড়ে পথসভা করে পরিবহন ধর্মঘটের এ ঘোষণা দেয় সংগঠনটি বলেও জানান তিনি।