নিউ ইয়র্কের ইস্ট হারলেমে বুধবার সকালে একটি বিস্ফোরণে দুটি ভবন ধসে পড়েছে। এখন পর্যন্ত ১১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিউ ইয়র্ক সিটি দমকল বিভাগ বলেছে, আহত একজনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের কারণ জানা যায়নি। সিবিএস নিউজ এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, যে দুটি ভবন ধসে পড়েছে, তার একটি পিয়ানো মেরামতের কারখানা এবং অপরটি একটি চার্চ। দুটি ভবনটি ছিল পাঁচ তলা। বিস্ফোরণের সময় ভবন দুটিতে কেউ ছিল কি না জানা যায়নি।
বিস্ফোরণের পরপরই ব্যাপক ধোঁয়া দেখা দেয়। এ সময় দমকল বাহিনীর শত শত সদস্য ঘটনাস্থলে ছুটে যায়।
একজন প্রত্যক্ষদর্শী জানান, তার কাছে বিষয়টি নাইন ইলেভেনের মতো মনে হয়েছে