শর্ত সাপেক্ষে অজয়কে বিয়ে করেছিলেন কাজল!

0

বলিপাড়ার নির্ঝঞ্ঝাট দম্পতি তাঁরা৷ নিজেরাই জানিয়েছেন, গ্ল্যামার পার্টি বিশেষ পছন্দ করেন না তাঁরা৷

কাজের অবসরে বাড়িতেই ছেলেমেয়েদের নিয়ে সময় কাটান৷ তাঁরা অজয় দেবগণ ও কাজল৷

kajol ajayএকসময়ের সহঅভিনেতা, তারপর প্রেম ও পরিণয়৷ কিন্তু বলিউডের আর পাঁচটা কাহিনির মতো, এ সরল গল্পেও ছোট্ট একটা টুইস্ট আছে৷ তা হল শর্ত৷ সম্প্রতি কাজল জানালেন কী শর্তে অজয়কে বিয়ে করেছিলেন তিনি৷

অভিনেত্রী কাজল যে বই পড়তে ভালবাসেন এ কথা তিনি নিজেই বলেছেন বারবার৷ কিন্তু বিয়েতেও যে বই পড়ার শর্ত রেখেছিলেন কে জানত! সম্প্রতি তিনি জানিয়েছেন, বিয়ের জন্য তাঁর শর্ত ছিল একটা লাইব্রেরি৷

তিনি অজয়কে বলেছিলেন, তাঁকে বাড়িতে একটা লাইব্রেরি করে দিলে তবেই তিনি বিয়েতে রাজি হবেন৷ তাও আবার যেমন তেমন নয়৷ ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবিতে যেরকমটি দেখানো হয়েছিল, সেরকম লাইব্রেরি চাই তাঁর৷ তা সিনেমার মতো না হলেও কাজলকে কিন্তু লাইব্রেরি দিয়েছেন অজয়৷ তাঁদের বাড়িতে তিনটে ঘরজুড়ে যে শুধুই বই সে কথা জানিয়েছেন খোদ কাজলই৷

প্রেমের পাত্র যিনিই হোন না কেন, বইয়ের সঙ্গে প্রেম যে চিরকালীন, সে কথাই আরও একবার জানিয়ে দিলেন কাজল৷

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More