বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা কলেজের সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সাবেক সভাপতি, বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আ. হামিদ খানের স্মরণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার বিকেলে তাঁর প্রতিষ্ঠিত বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এআর ফারুক বক্তিয়ারের সভাপতিত্বে শোক ও স্মরণ সভায় প্রধান অতিথী ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
স্মরণ সভায় আ. হাদি খানের শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক কর্মময় জীবন নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সার্কেল অফিসার অশোক কুমার দেবনাথ, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক হাওলাদার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি, ডা. সুকুমার মজুমদার, মিজানুর রহমান সান্টু, ইউনিয়ন সাধারণ সম্পাদক ইউনুস আলী মিয়া, যুবলীগ নেতা বজলুল হক মন্টু।
Prev Post