শোনা গিয়েছিল এশিয়া কাপে খেলবেন না জাতীয় দলের হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। থাকবেন সন্তানসম্ভবা স্ত্রীর পাশে। তবে সে সব অনিশ্চয়তা কাটিয়ে টাইগারদের নির্বাচক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, এশিয়া কাপে খেলছেন তামিম।
মার্চের প্রথম সপ্তাহে প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছেন তামিম ইকবাল। সময়টা স্ত্রী আয়শা সিদ্দিকার পাশে থাকতে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ শেষেই ব্যাংকক উড়ে যান তিনি। তবে খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে জানান নান্নু।
একটি বেসরকারি টেলিভিশনকে মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ‘পরিবারকে সময় দিয়ে এশিয়া কাপের আগেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তামিম ইকবাল। খেলবেন নতুন ফরম্যাটের এশিয়া কাপেও।’
ঘরের মাটিতে এশিয়া কাপের পরই ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই প্রতিযোগিতায় দল ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি সময় বেঁধে দিয়েছে আইসিসি। বিশ্বকাপের জন্য দল ঘোষণার জন্যই তামিমকে দ্রুত ফিরতে হচ্ছে। ক্যাম্পে অনুপস্থিত থাকলে তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া কঠিনই হয়ে যেত নির্বাচকদের জন্য!
Next Post