রাজধানীর ভাটারায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার অবৈধ ভিওআইপি (ভয়েজ ওভার ইন্টারনেট প্রোটকল) সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে র্যাব। তারা হলেন- ফয়েজুল্লাহ রিয়াদ (২৬), মোকলেছুর রহমান (৩৬) ও মো. সাইফুল ইসলাম (২৫)। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-২ এর উপ-পরিচালক মেজর মো. নাসির উদ্দিনের নেতৃত্বে বসুন্ধরার ক/৩ নম্বরের এফ/২ নম্বর মদিনা মঞ্জিলে অভিযান চালানো হয়।
র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত মানবকণ্ঠকে জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে তিনজনকে প্রায় ৩০ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত কয়েক বছর ধরে তারা রিমোট অ্যাকসেস পদ্ধতি ব্যবহার করে এই অবৈধ ব্যবসা করে আসছেন। এই পদ্ধতিতে তারা আধুনিক একটি সফটওয়্যার ব্যবহার করে ল্যাপটপের মাধ্যমে অনেক দূর থেকে ভিওআইপি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। এছাড়া রিমোট অ্যাকসেস পেতে ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেয়ার জন্য তাদের মোবাইল এবং ল্যাপটপে টিম ভিউয়ার নামে একটি অত্যাধুনিক সফটওয়্যারও তারা ব্যবহার করে আসছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
Prev Post
Next Post