চট্টগ্রামে এক নারী আইনজীবী লাঞ্ছনার ঘটনায় অবশেষে ৫ দিন পর মামলা হয়েছে। সোমবার দুপুরে মহানগর হাকিম নূরে আলম ভুঁইয়ার আদালতে দুই আনসার সদ্যসকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার বাদি লাঞ্ছনার চট্টগ্রাম আদালতের অতিরিক্ত জিপি অ্যাডভোকেট নিশাত সুলতানা।
মামলায় জেলা প্রশাসনের দুই নিরাপত্তা রক্ষী (আনসার সদস্য) জাকের ও হুমায়ুনকে আসামি করা হয়। এ ঘটনায় ডিসিকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছিল আইনজীবী সমিতি। পরে আইনজীবী সমিতিকে সমঝোতার প্রস্তাব দেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্দিন আহমেদ। অভিযুক্ত দুই আনসার সদস্যকে ঘটনার দিনই (বুধবার) তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়।
বাদির আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী জানান, দণ্ডবিধির ৩০৭, ৩২৫, ৩২৬, ৩২৪, ৩৮৭ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করে প্রতিবেদন ২৬ জানুয়ারির মধ্যে জমা দেয়ার জন্য আনসার বাহিনীর উপ-পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, বুধবার দুপুরে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জের ধরে জেলা প্রশাসনের দুই নিরাপত্তা রক্ষী (আনসার সদস্য) চট্টগ্রাম আদালতের অতিরিক্ত জিপি অ্যাডভোকেট নিশাত সুলতানার গাড়িচালক সিদ্দিককে পিটিয়ে জখম করে। এসময় নিশাত সুলতানা ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ লাঞ্ছিত হন। এ ঘটনার পর আইনজীবীরা জেলা প্রশাসকের কার্যালয়ের পার্কিং স্ট্যান্ড ভাঙ্গচুর করে।
Prev Post