ঝালকাঠির রাজাপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রী (১২)’র উপড় বখাটেরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে উপজেলার আদাখোলা গ্রামের সাতানি ব্রিজ এলাকার এ ঘটনায় আহত ওই ছাত্রীকে তার পরিবারের সদস্যরা রাতে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
ওই ছাত্রীর মা রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্কুলে-আসার যাওয়ার পথে ওই গ্রামের মোকসেদ সিকদারের ছেলে মাদকসেবী বখাটে সাইফুল সিকদার ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলো। এরই ধরাবাহিকতায় রোববার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাদকসেবী বখাটে সাইদুল ও তার সহযোগী মোশারেফের ছেলে উজ্জল( ১৭) তার পথরোধ করে জোর করে একটি মোবাইল দিতে চাইলে ওই স্কুলছাত্রী তা নিতে অপারগতা প্রকাশ করলে ওই বখাটেরা তাকে মারধোর করে এবং এক পর্যায়ে তাকে ধর্ষণের উদ্দেশ্যে টানা হেচড়া করে সাতানি ব্রিজের নিচে নির্জন স্থানে নেয়ার চেষ্টা শুরু করলে তাতে বাধা দিলে বখাটেরা তাকে প্রকাশ্যে আরো মারধোর করে। এতে মাথায় আঘাত পেয়ে স্কুলছাত্রী ব্রিজের ওপর অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেয়। তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রাতে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা জানান, স্কুলছাত্রীর কানে ও মাথায় আঘাত করা হয়েছে। তবে সে শারীরিক থেকেও মানুষিবভাবে বেশি অসুস্থ রয়েছে।
রাজাপুর থানার ওসি জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
Prev Post
Next Post