কুমিল্লায় বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে স্বামী-স্ত্রী, মেয়েসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির উপজেলার টামটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ফজলুল বারী মিঠু, তার স্ত্রী আসমাউল হুসনা বনি (৩৪), মেয়ে ফাহমিদা ফায়রুজ (৬) ও গৃহকর্মী সীমা (২১)।
এসআই মনিরুল জানান, প্রাইভেট কারে করে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন ডা. ফজলুল বারী ও তার পরিবারের সদস্যরা। এ সময় টামটার নতুন রাস্তা এলাকায় বিপরীত দিকে থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মুত্যু হয়। ঘটনার পরপরই বাস ফেলে চালক পালিয়ে যায়।
Prev Post
Next Post